মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এ নৃত্য আয়োজন।
প্রথম দিনে নৃত্য পরিবেশন করেন মেহরাজ হক তুষার, পারভীন সুলতানা কলি, আরিফুল ইসলাম অর্নব, মৌমিতা রায় জয়া ও অনন্দিতা খান।
আরিফুল ইসলাম অর্নব পরিবেশন করেন ‘এ স্ট্রাগলিং আইডেনটিটি’ বা ‘একটি সংগ্রামী পরিচয়’ শিরোনামের নাচ। মৌমিতা জয় রয়া পরিবেশনাটি ছিলো ‘রিলিজিওন- এ কজ অব কনফ্লিক্ট ইন কালচার’। অনন্দিতা খার পরিবেশন করেন ‘রিফিউজিস’ নামের নৃত্য।
প্রতিটি পরিবেশনায় মূল শিল্পীর সঙ্গে অংশ নেন একাধিক সহশিল্পী। বুধবার একই মিলনায়তনে সন্ধ্যায় শেষ হবে দু’দিনের এ নৃত্য উৎসব।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এইচএমএস/জেআইএম


