ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ- অলি

আল-আমীন, রিয়াদ থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, ফেব্রুয়ারি ২৩, ২০১২
সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ- অলি

এলডিপি প্রধান অলি আহমেদ (বীর বিক্রম) বলেছেন, ‘বর্তমান সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রবাসীরা শরীরের ঘাম ঝরিয়ে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে ব্যর্থতার পরিচয়

দিচ্ছে।

সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে প্রবাসীরা আজ ক্ষুব্ধ। তারা তাদের সমস্যাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতেও প্রস্তুত আছেন। ’


গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছর আল যাহাবী অডিটরিয়ামে দেয়া বক্তৃতায় এলডিপি প্রধান অলি আহমেদ (বীর বিক্রম) এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে এলডিপি সৌদি আরব শাখা এবং রিয়াদস্থ লক্ষ্মীপুর জেলা বিএনপি।

সৌদি সফররত অলি আরো বলেন, ‘সরকারের বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের জোরালো প্রতিবাদ জানাতে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ। ’ এর কারণ খুঁজে বের করার অনুরোধ জানান তিনি।

রিয়াদস্থ লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আহমাদ উল্লাহ জানুর পরিচালনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ক্বারী আবদুল হাকীমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক ফিরোজ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের রিয়াদ অঞ্চলের সেক্রেটারি নূরুল ইসলাম আহমেদ।

অন্যান্যের মধ্যে রাখেন বক্তব্য রাখেন শহীদুল্লাহ ভুইয়া ও ইঞ্জিনিয়ার সালেহ ছিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তৃতায় নূরুল ইসলাম গোলাম আযমের মুক্তি দাবি করে বলেন, ‘ভাষার মাসে ভাষাসৈনিক গোলামকে জেলে আটক রাখায় জাতি হিসাবে আজ আমরা লজ্জিত। ’ তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ সকল রাজবন্দির অবিলম্বে মুক্তির দাবি জানান।

রিয়াদ ছাড়াও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের বিএনপি এবং এলডিপির নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অলিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আরবিএম ব্যান্ড দল।

বাংলাদেশ সময় : ২০১২ ঘণ্টা ২৩ ফেব্রুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।