ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

নিউইয়র্ক: বাংলাদেশ সরকারের ইমেজ নষ্ট করতে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপি-জামায়াত যুক্তরাষ্ট্র প্রশাসনে লবিং চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নিউইয়র্ক আওয়ামী লীগের নেতারা।

রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে অনুষ্ঠিত সিটি আওয়ামী লীগের সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।



সমাবেশে আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরন্নবী এবং সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী।

সমাবেশ থেকে দেশপ্রেমিক প্রবাসীদের একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে আন্তর্জাতিক জনমত তৈরির জন্যে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে অভিযোগ করা হয়, ‘বিএনপি-জামায়াত জোটের সমর্থকরা লাগাতার অপপ্রচার চালাচ্ছে দেশের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধেও তারা নানা কথা বলে বেড়াচ্ছে। ’ ওদের চিহ্নিত করতে হবে বলেও অভিমত জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১-৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।