ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগাল থেকে নিভৃতে দেশে ফিরছে মিজানুরের বাক্সবন্দি মরদেহ

শাহ মো. তানভীর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
পর্তুগাল থেকে নিভৃতে দেশে ফিরছে মিজানুরের বাক্সবন্দি মরদেহ

পর্তুগাল: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমানের (২৭) বাক্সবন্দি মরদেহ দেশে ফিরছে শনিবার (১৭ জুলাই)। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মিজানের মরদেহ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা হযরত শাহ্ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগালে বসবাসরত মিজানের নিকট আত্নীয় আনোয়ারুল আম্বিয়া।

উল্লেখ্য, গত ১৯ জুন স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্তায় ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খান মিজানুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ১৭ দিন কোমায় থাকার পর ৫ জুলাই তিনি দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সময় সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

মিজানুর রহমানের বাড়ি সিলেটের মোগলাবাজার থানায়। মিজানের মরদেহ দেশে পাঠানোর জন্য পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির নেতারা ও বাংলাদেশ দুতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিজানের পরিবার।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।