ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালের পথে পথে জ্যাকারান্ডার বেগুনি দ্যুতি

শাহ মো. তানভীর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ৯, ২০২১
পর্তুগালের পথে পথে জ্যাকারান্ডার বেগুনি দ্যুতি

পর্তুগাল থেকে: বেগুনি জ্যাকারান্ডায় ছেয়ে গেছে পর্তুগালের পথঘাট। রাস্তার দুই পাশের জ্যাকারান্ডা গাছগুলোর ডালপালা মিলেমিশে তৈরি করেছে বেগুনি ছাউনি।

রাস্তাগুলো যেন এখন ঝরে পড়া ফুলের বেগুনি বিছানা।  

ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তার দু্ই পাশে, মাঠে-পার্কে- প্রায় সবখানেই এখন জ্যাকারান্ডা ফুল ফুটে আ

পর্তুগালের প্রায় সব জায়গায় কমবেশি এ ফুল গাছ দেখা যায়। বাড়ির উঠান বা রাস্তার পাশেই এ গাছ বেশি লাগানো হয়। গাছটির পাতা অনেকটা কৃষ্ণচূড়ার পাতার মতো। তবে এখন ফুল থাকায় গাছের সব পাতা ঝরে গেছে।  

এরই মধ্যে করোনার প্রভাব কাটিয়ে স্বস্তি ফিরেছে পর্তুগালে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে শুরু করেছেন ভ্রমন পিপাসু পর্যটকরা। তারা জ্যাকারান্ডা ফুলের সৌন্দর্যে বিমোহিত। রাস্তায় দাঁড়িয়ে এ ফুলের ‘ছাউনি’ বা ‘বিছানা’র ছবি তুলছেন না এমন পর্যটক মেলা ভার।  

ইউরোপের দেশ স্পেন থেকে স্ত্রী নিয়ে ঘুরতে এসেছেন রবার্ট। তিনি জানান, পর্তুগালে এবারই প্রথম তিনি পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। রাস্তার দুই পাশে বেগুনি রঙের জ্যাকারান্ডা তাকে সত্যিই মুগ্ধ করেছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুন ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।