ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

১৫ জুন থেকে আমিরাতে মধ্যাহ্ন বিরতি শুরু

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জুন ৩, ২০২১
১৫ জুন থেকে আমিরাতে মধ্যাহ্ন বিরতি শুরু

প্রতি বছরের মতো সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আগামী ১৫ জুন থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হবে। দেশটির শ্রমনীতির অংশ হিসেবে মানবসম্পদ মন্ত্রণালয় এ কর্মসূচি ঘোষণা করেছে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি অব্যাহত থাকবে।

মানবসম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণাপত্রে বলেন, প্রতিবছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে, তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিগত ১৭ বছর ধরে দেশটিতে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।

যদি কোনো প্রতিষ্ঠান এই আইন অমান্য করে, তবে সেই প্রতিষ্ঠানকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় পাঁচ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।