ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

করোনা: রমজান উপলক্ষে আমিরাত সরকারের নির্দেশনা

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
করোনা: রমজান উপলক্ষে আমিরাত সরকারের নির্দেশনা

ঢাকা: কয়েকদিন পর থেকেই বিশ্বব্যাপী শুরু হবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। গত বছরের মতো এবারও মহামারি করোনা সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে।

সে উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

হঠাৎ করেই বাড়তে থাকা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে আমিরাত সরকার বেশ কিছু নির্দেশনা দিয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতে তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা শুধু পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের জারি করা নির্দেশনাগুলো হলো:

১. পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

২. হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

৩. বাসিন্দাদের একে অপরের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

৪. মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

৫. ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

৬. ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

৭. বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। খাবার বিতরণ আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

৮. পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।