ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

টিকিট কাটার পরও স্বদেশে ফেরা হলো না চট্টগ্রামের নুর হোসেনের

ইরফানুল ইসলাম, আমিরাত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
টিকিট কাটার পরও স্বদেশে ফেরা হলো না চট্টগ্রামের নুর হোসেনের ...

সংযুক্ত আরব আমিরাত থেকে প্লেনের টিকিট কাটার পরও স্বদেশে ফেরা হলো না চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার খুইল্ল্যা চৌধুরী বাড়ির আহমদ হোসেনের ছেলে মুহাম্মদ নুর হোসেনের। শনিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে আমিরাতের আজমান শহরে তার মৃত্যু হয়।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

জানা যায়, শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি বাংলাদেশে যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটেন। কিন্তু এরমধ্যে তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে। এরপর তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। সেখান থেকে ১২ মার্চ তিনি বাসায় ফেরেন। দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার মধ্যেই সে রাতে তার অসুস্থতা দেখা দেয়। পরদিন সকালে হার্টবিট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর হোসেনের মরদেহ আজমান খলিফা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।