ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

দুবাইয়ে ঢুকতে লাগবে না জিডিআরএফএ অনুমোদন

মোহাম্মদ ইরফানুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ফেব্রুয়ারি ১৮, ২০২১
দুবাইয়ে ঢুকতে লাগবে না জিডিআরএফএ অনুমোদন

আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বৈধ রেসিডেন্স ভিসাধারীদের দুবাইয়ে ঢুকতে GDRFA বা জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) অনুমোদনের প্রয়োজন নেই।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস এমিরেটস এয়ারলাইন্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়ে একটি সংবাদ করেছে।

 

১২ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে বলেও জানানো হয় এ প্রতিবেদন। ১২ ফেব্রুয়ারির আগে, দুবাইয়ের সমস্ত বাসিন্দার আমিরাতে ফিরতে জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন ছিল।

এখন থেকে শুধুমাত্র ৭২ ঘণ্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ হলেই দুবাই প্রবাসীরা ফিরতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।