ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৯
ফ্রান্স বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্রান্স বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ফ্রান্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের রয়েল ক্যাফেতে শুক্রবার (২৪ মে) বাংলাদেশী কমিউনিটির সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক হিমুর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

স্বাগত বক্তব্য দেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম।

এ সময় উপস্থিত ছিলেন দুতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম, প্রথম সচিব নির্জার অধিকারী, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটন, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ,  ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, ফ্রান্স জাতীয় পার্টি সভাপতি এ কে এম আলমগীর, ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ কাশেম, আবুল কাশেম, ইকবাল হাসমী, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি কমিউনিটি নেতা শরীফ আল মোমিন, সাধারণ সম্পাদক টি.এম রেজা, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সর্ব ইউরোপীয় সভাপতি উদয়ন বড়ুয়া, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ।

উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস কো-অপারেটিভ অ্যান্ড ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়ছল উদ্দিন, মোস্তফা হাসান, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক শামীমা আক্তার রুবী, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্স এর আহবায়ক কামাল মিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবির খান, ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান, বিকল্প ধারা সভাপতি নুর আলম মঞ্জু, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সিলু, তাপস বড়ুয়া রিপন, বাংলা অটো ইকলে পরিচালক হোসেন মোহাম্মদ, সমাজকর্মী রেদোয়ান জুয়েল, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আবুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাসু গোস্বামী, দফতর সম্পাদক দবীর মোহাম্মদ সহ ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।