bangla news

মোসাফফা বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৪ ৯:৫১:৫৪ পিএম
বক্তব্য দেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। 

বক্তব্য দেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। 

সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ মোসাফফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হল রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। 

প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার। বিশেষ অতিথি ছিলেন শওকত আকবর, নুর মোহাম্মদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুধাবি যুবলীগ সভাপতি জাকির হোসেন জসিম, লুৎফর রহমান, সুলতান আহমদ, হাজী মহরম আলী, মিজানুর রহমান প্রমুখ।

মাওলানা হারুনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, মাহবুব খন্দকার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইউনুস মোল্লা।

প্রধান অতিথি বলেন, রোজা আমাদের তাকওয়া অর্জনের সঙ্গে সঙ্গে সংযমেরও শিক্ষা দেয়। 

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
টিসি
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-24 21:51:54