![]() মি. জেরাড রবিনস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নেতৃবৃন্দ। |
চট্টগ্রাম: নিউইয়র্কে তায়কোয়ানডো হল অব ফেম এর প্রতিষ্ঠাতা সভাপতি মি. জেরাড রবিনস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৯ মার্চ) সাক্ষাৎকালে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে তায়কোয়ানডো সহ ক্রীড়ার মানোন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়।
এসময় মি. জেরাড রবিনস বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি সুমন দে, আবদুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসি/টিসি