[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩ কার্তিক ১৪২৫, ১৮ অক্টোবর ২০১৮
bangla news

আমিরাতে র‌্যাফেল ড্রয়ে বাংলাদেশির লাখ দিরহাম জয় 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-০৩ ১২:০৭:১৬ পিএম
র‌্যাফেল ড্রয়ে পুরস্কারপ্রাপ্তদের তালিকা। গ্রাফিক্স ছবি সংগৃহীত

র‌্যাফেল ড্রয়ে পুরস্কারপ্রাপ্তদের তালিকা। গ্রাফিক্স ছবি সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে র‌্যাফেল ড্রয়ে এক লাখ দিরহাম জিতেছেন মোহাম্মদ মিজানুর রহমান হাসমত উল্লাহ নামে এক বাংলাদেশি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ টাকার বেশি। 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (০৩ মে) এ খবর জানা গেছে। এর আগে মঙ্গলবার (০১ মে) মে দিবসে র‌্যাফেল ড্রয়ের ফল ঘোষণা করা হয়। 

র‌্যাফেল ড্রয়ে মোট আটটি পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছেন ভারতীয় নাগরিক অনিল ভারগেসে। তিনি পেয়েছেন ৭০ লাখ দিরহাম। 

বাংলাদেশি হাসমত উল্লাহ চতুর্থ পুরস্কার পেয়েছেন। হাসমতের মতো অর্থাৎ এক লাখ টাকা মূল্যমানের পুরস্কার পেয়েছেন বাকি পাঁচজনও। এর মধ্যে একজন মরক্কোর; আর বাকিরা সবাই ভারতের নাগরিক।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এমএ/ 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache