bangla news

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিনে সভা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আনিসুল হক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১৭ ৭:৫০:৫৬ পিএম
ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেইট হলে ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) বিকেলে এ প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়।

অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, জহিরুল ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্রাঙ্কনে উপজীব্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ।’

অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-03-17 19:50:56