ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডার ১৫০ বছর পূর্তিতে সম্মাননা পেলেন শহিদুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
কানাডার ১৫০ বছর পূর্তিতে সম্মাননা পেলেন শহিদুল ইসলাম অন্টারিও কানাডার সিটিজেনশিপ ও ইমিগ্রেশন মন্ত্রী ল্যরা অ্যালবেনিজ সম্মাননা তুলে দেন শহিদুল ইসলাম মিন্টুর হাতে

কানাডার ১৫০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা পেলেন সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু।

১৫ ডিসেম্বর (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার বার্ষিক গালা ডিনারে কানাডার বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনকে সম্মাননা জানানো হয়।

শহিদুল ইসলাম মিন্টুর হাতে সম্মাননা তুলে দেন অন্টারিও কানাডার সিটিজেনশিপ ও ইমিগ্রেশন মন্ত্রী ল্যরা অ্যালবেনিজ।

এসময় অফিসিয়াল একটি ব্যাজও পরিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন, টরন্টো সিটি মেয়র জন টরি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

শহিদুল ইসলাম মিন্টু বলেন, এ অর্জন আমার একার নয়, বেঙ্গলি টাইমস, বাংলামেইল এবং এনআরবি টিভি পরিবারের সবার। যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন এবং দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

শহিদুল ইসলাম মিন্টু টরেন্টোর বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত একটি মুখ। একাধারে সাংবাদিক, লেখক, নির্মাতা ও সংগঠক শহিদুল ইসলাম মিন্টু দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বাংলাদেশের প্রথমসারির বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ঢাকার বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টাস অ্যাসোসিয়েশন ‘বিসিআর’ এর নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন একটানা চার বছর। বাংলাদেশের প্রথম বেটা ফরমেটের ফিল্ম ‘দেবদাস’ সহ অসংখ্য আলোচিত টিভি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। ঢাকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ১৯৯৮ সাল থেকে। পেয়েছেন বাচসাস পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক, বিসিআরএ অ্যাওয়ার্ড, ট্রাব অ্যাওয়ার্ড, চলচ্চিত্র দর্শক ফোরাম অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। লিখেছেন বেশ কিছু গ্রন্থ।

তার আলোচিত গ্রন্থ ‘একাত্তর’ এবং ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। ২০০৯ সালে টরেন্টোর সেনেকা কলেজের প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন জার্নালিজম কোর্স করেন। ২০১৪ -তে কানাডিয়ান বিজনেস কলেজ থেকে সিএসডব্লিউ কোর্স করেন। ওই কলেজ থেকে একই বছর হাভার্ড এর কারিকুলাম ও অ্যাফিলিয়েশনে ‘লিডারশিপ ও নেগোসিয়েশন’ কোর্স কৃতিত্বের সঙ্গে শেষ করেন। ২০০৮ সালের ১ জুলাই  প্রকাশ করেন নতুন ধারার অনলাইন বাংলা সাপ্তাহিক ‘বেঙ্গলি টাইমস’, যা ’দ্য বেঙ্গলি টাইমস ডটকম’ নামে সর্বাধিক পরিচিত।

মাত্র কয়েক বছরের মাথায় বেঙ্গলি টাইমস প্রবাসের সর্বাধিক পঠিত অনলাইন বাংলা পত্রিকায় পরিণত হয়। কানাডার সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৪ সালে কানাডার তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির লোকাল রাইডিং ডিরেক্টর নির্বাচিত হন তিনি। গত বাংলাদশে বিজনেস চেম্বার অব কানাডার ডিরেক্টর নির্বাচিত হন মিন্টু। কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন তিনবছর। কানাডার মেগা ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনরও তিনি। কানাডার প্রথম ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি প্রতিষ্ঠা করেন গত বছরের ১ ফেব্রুয়ারি। ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার সদস্য শহিদুল ইসলাম মিন্টু কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন কানাডার সম্মানজনক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড, হেরিটেজ মিডিয়া অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।