bangla news

মক্কায় মাহমুদুর রহমানের রাজনৈতিক তৎপরতা

ড. মাহফুজ পারভেজ, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১২-১৬ ২:১৪:৪৭ এএম
মক্কায় ওমরাহ শেষে একটি কর্মসূচিতে মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

মক্কায় ওমরাহ শেষে একটি কর্মসূচিতে মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

মক্কা (সৌদি আরব): পবিত্র মক্কা নগরীতে ব্যস্ত দিন পার করছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ওমরাহ পালনের উদ্দেশে তিনি মক্কায় এসেছেন। অংশ নিচ্ছেন সংবর্ধনাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে।

মক্কায় বিএনপির একাধিক সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে। 

সূত্র মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাহমুদুর রহমান ওমরাহ পালন শেষে স্থানীয় বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। মিসফালাহ এলাকায় অবস্থিত হায়াত মক্কা ফাইভ স্টার হোটেলে তার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়। পরে তিনি ঘরোয়াভাবে মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তাদের রাজনৈতিক দিক-নির্দেশনাও দেন তিনি।

সৌদি আরবে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হওয়ায় কঠোর গোপনীয়তায় কেবল দলীয় নেতা-কর্মীদের মধ্যে অনুষ্ঠানটির আমন্ত্রণ সীমাবদ্ধ থাকে এবং তার মক্কা আগমনের খবরটিও দলীয় ফোরামের বাইরে প্রচার করা হয়নি। পরে লোকমুখে তার মক্কা আগমনের সংবাদ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমপি/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2017-12-16 02:14:47