ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লন্ডন

লন্ডনে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
লন্ডনে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে

ঢাকা: ছোট্ট শিশু মাইশা-রাইশার হাত দিয়ে কেক কেটে লন্ডনে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন প্রবাসী ঐক্য পরিষদ প্রতিষ্ঠার দুই বছর পেরিয়েছে। গত ২৭ নভেম্বর পূর্ব লন্ডনে দ্বিতীয় বর্ষপূর্তির উদযাপনে যোগ দেন জকিগঞ্জের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসীরা।

বহির্বিশ্বের ৩১টি দেশে বসবাসরত জকিগঞ্জ উপজেলার প্রবাসী নাগরিকরা এ সংগঠনে যুক্ত।

সংগঠনের সিনিয়র সহসভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মসিউর রহমান শাহিন, উপদেষ্টা শামীম শাহান ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সম্পাদক রাসেল আলম বাবু ও সদস্য রেজওয়ান শিকদার ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী ঐক্য পরিষদের সহসভাপতি এসি আজাদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রুলি চৌধুরী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সুজন চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক খাদেমুল ইসলাম।

প্রবাসী ঐক্য পরিষদের সহসভাপতি এসি আজাদ চৌধুরী জানান, সিলেটের জকিগঞ্জ প্রবাসীরা বহির্বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও তাদের মধ্যে বন্ধনসূত্র গড়েছে প্রবাসী ঐক্য পরিষদ। দেশের মানুষের কল্যাণে এ সংগঠন বিভিন্ন ভূমিকা পালন করছে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।