[x]
[x]
ঢাকা, রবিবার, ৪ অগ্রহায়ণ ১৪২৫, ১৮ নভেম্বর ২০১৮
bangla news

সিডনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবাস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৭ ১০:১৮:৫৭ এএম
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: বাংলানিউজ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: অস্ট্রেলিয়ায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুশতাক মিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন। 

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নোমান শামীমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন অলোক, কলামিস্ট ড. শাখাওয়াৎ নয়ন, ওমর ফারুক পলাশ, সাইফুল ইসলাম, আলী আশরাফ হিমেল, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারওয়ার, অস্ট্রেলিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক এলিজা আজাদ টুম্পা এবং সাংবাদিক আমিনুল রুবেল প্রমুখ বক্তব্য দেন। 

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db