bangla news

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-৩০ ১১:৫৫:৪১ এএম
মো. মোস্তফা (ফাইল ফটো)

মো. মোস্তফা (ফাইল ফটো)

কুমিল্লা: সৌদি আরবে প্রাইভেটকার চাপায় মো. মোস্তফা (৪১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মোস্তফা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ধানধৌল গ্রামের উত্তর কালামুড়িয়া পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।

তিন ভাই ও এক বোনের মধ্যে মোস্তফা সবার বড় ছিলেন। তিনি ১৪ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

রোববার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদির আল-কাশিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোস্তফার ভাই মাসুক রানা বাংলানিউজকে জানান, রোববার ডালটা নামে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ শেষে ইফতার করে মোস্তফা ভাই স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরে বাসায় ফেরার পথে আল কাশিন পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোস্তফার সহকর্মী একই উপজেলার সৌদি প্রবাসী শাহজাহান ও মোশারফ মৃত্যুর তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
ওএইচ/এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2017-05-30 11:55:41