ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

কাতারে বাংলার সাংস্কৃতিক সন্ধ্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কাতারে বাংলার সাংস্কৃতিক সন্ধ্যা কাতারে বাংলার সাংস্কৃতিক সন্ধ্যা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: প্রবাসে বাংলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে সাহিত্য-সাংস্কৃতিক বিকাশ সবার মাঝে ছড়িয়ে দিতে কাতারে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা।

দশ দিনব্যাপী ২৬টি চিত্রকর্ম প্রদর্শনী শেষে রোববার (১৪ মে) সন্ধ্যায় কাতারা’য় ১৬ নম্বর ভবনের ড্রামা থিয়েটার হলে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক এবং অতিথিরা।

বাঙালি নাচ ও গানের পরিবেশনায় মুগ্ধ বিদেশি দর্শকরা পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন।

দ্বৈত কণ্ঠে বাংলা গান, একক পরিবেশনা, দলীয় নৃত্যসহ নানা বর্ণিল আয়োজনে উঠে আসে লালন, হাসন রাজা, শাহ আব্দুল করিমসহ বাংলা শিল্প ও সংস্কৃতির নানা অংশ। অনুষ্ঠানের আয়োজন করে কাতারের সাংস্কৃতিক নগরী কাতারা কর্তৃপক্ষ।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, শুধু শ্রমনির্ভর সম্পর্ক নয়, দু’দেশের সংস্কৃতি বিনিময়ের মধ্যদিয়ে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ভান্ডার সম্পর্কে জানার সুযোগ পাবে।

এতে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মান্নান ইলিয়াসের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

বাংলাদেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ওএইচ/বিএস

**
কাতারে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।