[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছেন ১১০২ কয়েদি

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-২৯ ৩:৪৫:১৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতের আগামী ২ ডিসেম্বর ৪৫তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আদেশক্রমে বিভিন্ন কারাগার থেকে ১ হাজার ১০২ জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে।

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আগামী ২ ডিসেম্বর ৪৫তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আদেশক্রমে বিভিন্ন কারাগার থেকে ১ হাজার ১০২ জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) আবুধাবির এটর্নি জেনারেল আলী মোহাম্মদ আল বালুশি এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, মুক্তি পাওয়া কয়েদিরা জেল অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করবে। সুনাগরিক হিসেবে পরিবার পরিজন ও সম্প্রদায়ের কাছে ফিরে যাবে। এ জন্যই তাদের মুক্তি দেওয়া হয়। 

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
পিসি/
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache