ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে জেল হত্যা দিবস পালন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সংযুক্ত আরব আমিরাতে জেল হত্যা দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাতে জেল হত্যা দিবস পালন করেছে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার (০৪ নভেম্বর) শারজাহ নূর জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদ।

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে জেল হত্যা দিবস পালন করেছে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ।

শুক্রবার (০৪ নভেম্বর) শারজাহ নূর জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদ।

সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. সৈয়দ নুর মোহাম্মদ।

সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ডা. এস এ মালেক। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা হাফেজ আব্দুল হক, সহ সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ, সহ সভাপতি মোহাম্মদ সেলিম (সিআইপি), দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার।

বক্তব্য দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক তৌহেদুল আলম জিলানী, মুহাম্মদ নুরুল ইসলাম রাশেদ, নাসির উদ্দীন, কামাল নুর, কাউসার, খোকন, নাজমুল, মামুন, শহিদুল বাবর, নুরুল আবছার, নুরুল আমিন, কীর্তক মজুমদার, আবুল মুনছুর, নজরুল ইসলাম, মনছুর ফেনী, দিদারুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।