[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

শারজাহতে বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-০৪ ১০:৪৭:৪০ পিএম

জেল হত্যা দিবস ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর আকস্মিক মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শারজাহ: জেল হত্যা দিবস ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর আকস্মিক মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) শারজাহর নুর জামান হোটেল হলরুমে অনুষ্ঠিত এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।

সদস্য সচিব ওয়াহেবুল মোস্তফার উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন।

শারজাহ বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সদস্য সচিব প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহম্মেদ রুমেল, আজমান আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মঈন, শারজাহ আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম কিবরীয়া ফরিদপুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সদস্য সচিব এয়ার মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান, জাবেদুল ইসলাম জুনায়েদ, শারজাহ আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমজেএফ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache