ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

শারজাহ আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
শারজাহ আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা

শারজাহ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও ১৫-২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে শারজাহ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ নুর আল-জামান রেষ্টুরেন্টের হল রুমে এ শাক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, শারজাহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজাদ।

দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন মহুরির পরিচালনায় সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন, শারজাহ আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হাজী শাহাব উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাত আওয়ামী লীগের আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মুনির।

বিশেষ অতিথি ছিলেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী সফিকুল ইসলাম, আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শেখ আলম, শারজাহ আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুহাম্মদ শাহজাহান মিয়াজী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ওয়াহেবুইল মু-স্তাফা চৌধুরী, শারজাহ আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম আহবান ইকবাল বকুল, দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি সৌরভ উদ্দিন টুটুল, শারজাহ আওয়ামী লীগের সহ-সভাপতি রাকিব মাহমুদ, শারজাহ আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ জানু মিয়া প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন- মুহাম্মদ রিপন, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম চৌধুরী, ইয়ার মুহাম্মদ, নাজমুল ইসলাম, মুহাম্মদ মুনিরুজ্জামান মুনির ও আবুল হোসেন।

সভা শেষে ১৫-২১ আগষ্ট যারা শহিদ হয়েছিলো তাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।