bangla news

আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-২৬ ২:৫৭:৪৫ পিএম
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) আবুধাবি মুছাফফাহ শিল্প নগরীর স্থানীয় একটি হোটেলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব।

আবুধাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম তালেব আলী ও আবুধাবি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ রাসেলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, আবুধাবি বঙ্গমাতা পরিষদের সভাপতি নুর হোসেন, আবুধাবি আওয়ামী যুলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী সফিকুল ইসলাম, আল-আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু, আল-আইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মদ, আবুধাবি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তহিদুল আলম ফিরুজ, আবুধাবি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নুরুল আলম, আবুধাবি আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হাজী মুনির প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন, সৈয়দ মীর রাশেদ, ইয়াকুব, সাজিল মিয়া, আব্দুর রহিম, শেখ ইমরান, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2016-08-26 14:57:45