bangla news

সাদের বাংলাদেশি শ্রমিকদের দূতাবাসের অর্থ সহায়তা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-০৮ ৮:৩৫:৩৯ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর্থিক মন্দার মুখে পড়ে শ্রমিকদের বেতন শোধে অক্ষম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সাদ কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিয়েছে রিয়াদে নিযুক্ত দূতাবাস।

রিয়াদ: আর্থিক মন্দার মুখে পড়ে শ্রমিকদের বেতন শোধে অক্ষম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সাদ কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিয়েছে রিয়াদে নিযুক্ত দূতাবাস।

সোমবার (৮ আগস্ট) দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম, দোভাষী ফায়সাল আহমেদসহ কর্মকর্তারা কোম্পানির ক্যাম্পে অবস্থানরত ৭৭ জন বাংলাদেশিকে নগদ ১০০ রিয়াল করে দেন।

তারা এসময় শ্রমিকদের জানান, এই কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে যেতে চান তাদের দেশে ফেরত পাঠানো, যারা অন্য কোম্পানিতে কাজ করতে চান তাদের বিনা খরচে ইকামা ট্রান্সফার এবং কোম্পানিতে থাকা বকেয়া বেতন-ভাতা তুলতে মামলা পরিচালনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করবে দূতাবাস।

পরে কাউন্সিলর সারওয়ার আলমসহ কর্মকর্তারা ওজার কোম্পানির তিনটি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে থাকা বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তেলের দাম পড়ে যাওয়ায় সম্প্রতি আর্থিক সংকট দেখা দিয়েছে সৌদি আরবে। এতে দেশটির বড় বড় কোম্পানি, বিশেষ করে নির্মাণ কোম্পানিগুলো ৩ থেকে ৭ মাস পর্যন্ত তাদের শ্রমিকদের বেতন ভাতা দিতে পারছে না।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2016-08-08 20:35:39