ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

পবিত্র দুই মসজিদে তারাবি নামাজের ইমাম নিয়োগ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
পবিত্র দুই মসজিদে তারাবি নামাজের ইমাম নিয়োগ

রিয়াদ: মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে পবিত্র রমজান মাসের তারাবি নামাজে ইমামতির জন্য দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এই দুই ইমাম নিয়োগ দেন।

 

রোববার (১২ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।

মক্কা হারাম শরীফে তারাবি নামাজে ইমামতির জন্য নিয়োগ দেওয়া হয়েছে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সালাহ বিন সেলিম বাওথমানকে।

আর মদীনার মসজিদে নববীর জন্য নিয়োগ করা হয়েছে মদীনার কুবা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ বিন খলিল আল কারীকে।

এদিকে দুই মসিজদে ইবাদত বিদেশি চ্যানেলে প্রচারের জন্য পাঁচটি ভাষার জন্য ৩৬জন অনুবাদক নিয়োগ দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

এছাড়া কানে শুনেন না-এমন ব্যক্তিদের জন্য ৭৯ হাজার হ্যাড ফোন বিতরণ করা হয়েছে পবিত্র দুই মসজিদে।
 
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমজেডআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।