bangla news

লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লেখক সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-১৯ ৮:৪৫:১৫ এএম

তিন গুণী লেখক-সাংবাদিককে সম্মাননা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব।এ উপরক্ষে মঙ্গলবার (১৭ মে) পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সংগঠনটি এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

লন্ডন: তিন গুণী লেখক-সাংবাদিককে সম্মাননা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব।

এ উপরক্ষে মঙ্গলবার (১৭ মে) পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সংগঠনটি এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কারবিজয়ী ইসহাক কাজল, লেখক-গবেষক ফারুক আহমদ ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ নাহাস পাশাকে সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের সহ-সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিতদের ফুলের তোড়া উপহার দেন লেখক ফরিদ আহমদ রেজা, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ও আব্দুল আহাদ চৌধুরী বাবু। এছাড়া কমিউনিটির পক্ষ থেকে জিল্লুল হক, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ও প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান অতিথিদের ফুলের তোড়া উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসএনএস
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2016-05-19 08:45:15