ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

কুয়েত

কুয়েতে গভীর শ্রদ্ধায় মহান মাতৃভাষা দিবস পালিত

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
কুয়েতে গভীর শ্রদ্ধায় মহান মাতৃভাষা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়েত সিটি: যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর দূতাবাস হলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।

বাণী পাঠ করেন যথাক্রমে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার নাসিমুল গনি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান ও প্রথম সচিব আনিসুজ্জামান।

দূতালয় প্রধান এস এম মাহবুবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন বক্তারা।

এছাড়া কবিতা আবৃত্তি করেন আবদুল হাই, রফিকুল ইসলাম ভুলু ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad