ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

তপ্ত মরুতে বাংলার আর্তনাদ

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
তপ্ত মরুতে বাংলার আর্তনাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাইতান (কুয়েত) থেকে: আমাদের পতাকার রঙ কি? সবাই সমস্বরে বলে উঠলো লাল। আমাদের মাতৃভাষা? আরো উচ্চ শব্দে শোনা গেলো বাংলা।

কে কে লিখতে আর পড়তে পারো বাংলা?

তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। একে অপরের মুখ চাওয়া-চাওয়ি। মৃদু লাজুকভাবে কেউ বলছে, আমি পড়তে পারি না। কেউ বলছে, লিখতে পারি না। কেউ বা বলছে, আমি অক্ষরগুলো চিনি না। আবার কেউ বলছে আমি একটু একটু পারি।

ওরা সবাই নতুন প্রজন্মের। বয়স ৬ থেকে ১৪। ভাষা নিয়ে প্রবাসী সন্তানদের অজ্ঞতার এই চিত্রটিই দেখা গেলো মরুভূমির দেশ কুয়েতে।

কুয়েতের শহরতলীর প্রবাসী অধ্যুষিত আবাসিক এলাকা খাইতানের পড়ন্ত বিকেলে হৈচৈ এ মেতে থাকা শিশু-কিশোরদের মুখোমুখি হয় বাংলানিউজ।

কেমন আছে প্রবাসীদের সন্তান? কি ভাবনা দেশ নিয়ে? কিভাবে ভিনদেশে ভিন্ন সংস্কৃতিতে তাদের বেড়ে ওঠা? কতটা বাংলার চর্চা এখানে? এসব প্রশ্নের উত্তর পেতেই তাদের মুখোমুখি হয় বাংলানিউজ।

ওদের দুর্ভাগ্যই বলতে হয়! কেউ জন্মেছে মরুর দেশ কুয়েতে। কেউ বাবা কিংবা মায়ের কর্মস্থলের সুবাদে এসেছে এদেশে।

জন্মসূত্রে নাগরিক হওয়ার কোনো সুযোগ নেই দেশটিতে। বড়জোড় স্থায়ীভাবে থাকার নিশ্চয়তা। তবে জাতীয়তার পরিচয় হিসেবে বাংলাদেশকে ধারণ করলেও বাংলা ভাষাটা প্রবাসীদের সন্তানদের কাছে উপেক্ষিতই মনে হলো। আচার আচরণে ভিন্ন সংস্কৃতির আবহ স্পষ্ট।

কুয়েতে মোট জনসংখ্যা ৪২ লাখ। এর মধ্যে ১২ লাখ কুয়েতি। এর বাইরে সিংহভাগই ভারতীয়। দ্বিতীয় সারিতে মিশরীয়রা থাকলেও ভারতীয় ও পাকিস্তানিদের প্রভাব চোখে পড়ার মতো।

নিজেদের কমিউনিটির প্রয়োজনে কুয়েতে রয়েছে ভারত ও পাকিস্তানের অর্ধ শতাধিক স্কুল।

মূলত এসব স্কুলের ওপর নির্ভর করতে হয় প্রবাসীদের। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ অত্যন্ত ব্যয়বহুল এখানে। তা সত্ত্বেও এসব স্কুলে ভর্তি হতেই তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় প্রবাসীদের।

ইন্ডিয়ান কারমেল স্কুলের শিক্ষার্থী সৈয়দ ইবতিশাম মাহমুদ রাফান বাংলানিউজকে জানায়, ভারতীয় সাংস্কৃতিতেই বেড়ে উঠছে তারা। বাংলা না থাকায় অনেকেই হিন্দি ভাষায় অভ্যস্ত হয়ে উঠছে।

ক্লাস ওয়ানের শিক্ষার্থী মুনতাহিনা মনোয়ারা মালিহা জানালো, স্কুলে বাংলা শেখার সুযোগ নেই। মা-বাবাই ভরসা তার।

ইন্টারন্যাশনাল স্কুল অব পাকিস্তানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইরাম মুস্তাভি বাংলানিউজকে জানায়, বাংলাটাকে তারা খুব মিস করে এখানে।

নিজ দেশের সাংস্কৃতি ও ভাষা চর্চার সুযোগ নেই তাদের স্কুলে। বাসা ছাড়া খুব একটা বাংলা চর্চা হয় না বলেও জানায় ইন্ডিয়ান এডুকেশন স্কুলের শিক্ষার্থী তাহসিন জাওয়াদ খান।

নিউ পাকিস্তান ইংলিশ স্কুলের শিক্ষার্থী তাহসিন সারার খান বাংলানিউজকে জানায়, দেশের স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়া হলেও এখানে সেটার কোনো সুযোগ নেই। শিহাব, সাফওয়ান ফেরদৌস, ইশরার ইলমান চৌধুরী নামে তিন শিক্ষার্থী জানায়, তারা বাংলা লিখতে ও পড়তে পারে না। তবে শিখছে।

তাহলে কি প্রবাসীদের সন্তানের কাছে মাতৃভাষার ভবিষ্যৎ অন্ধকার?

উত্তরে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি লালন করে। আমাদেরই দায়িত্ব সেই ঐতিহ্যকে লালন করা। এর অংশ হিসেবে কমিউনিটির সহযোগিতা নিয়ে চলতি বছর আমি কুয়েতে বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা করেছি। যেখানে ওড়ে বাংলাদেশের পতাকা। গাওয়া হয় জাতীয় সঙ্গীত।

তবে কুয়েতে দুই লাখের বেশি বাংলাদেশি অভিবাসীর সন্তানদের জন্য একটি স্কুল মোটেও যথেষ্ট নয়। মরুভূমির তপ্ত বালুতে যাতে বাংলা ভাষা চাপা পড়ে না যায়, সে ব্যাপারটি সবার আগে উপলব্ধি করতে হবে। আমাদের নিজেদের ঐতিহ্যগত পরিচয়কে টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও স্বদেশের চেতনা ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। যোগ করেন রাষ্ট্রদুত।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই/

** রাজনীতিতেই যত সুখ!
** কুয়েতে ‘অ, আ, ক, খ’
** ‘ডাখা মাত্রই ফাওয়া যায়’

** ‘পচা’ শব্দটাই নিষিদ্ধ যেখানে
** ভালো নেই মরু জাহাজের নাবিকরা
** গৃহশ্রমের বাজারের হর্তাকর্তা দুই মোল্লা
** মরুর বুকে ধূসর জীবন
** ত্যাগে শীর্ষে ইমেজে পেছনে
** মরেও শান্তি নেই কুয়েতে!
** কুয়েতের রক্তচোষা মানুষ
** কুয়েতে রচনার বাংলাদেশ রচনা
** গাড়ি নতুন, ফোন পুরনো!
** ‘আঁততে আর বাংলাদেশত যাইতাম মনে ন হ’
** ব্যাডা মাছ, বেডি মাছ!
** ‘ধরা পড়লে রক্ষা নেই, কুয়েত থাকার সুযোগ নেই’
** কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট
** কুয়েতের রাজধানী
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।