ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ

সোবহান (কুয়েত) থেকে: মরুভূমির দেশ কুয়েতের জন্যে এখন পর্যন্ত প্রাণ দিয়েছেন সেনাবাহিনীর ৭১ সদস্য। আর আহত হয়েছেন সহস্রাধিকের বেশি।

ঝুঁকিপূর্ণ কাজে পারদ‍র্শী ও সাহসী বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম দেশটির আমীর পরিবারের মুখে মুখে। সাধারণ মানুষও বেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ত্যাগ ও তাদের ভূমিকার কথা।

বাংলাদেশ সাথে কুয়েতের আবহাওয়া আর জলবায়ুর অবস্থান সম্পূর্ণ বিপরীত। এখানে মরুভূমির তপ্ত বালু,গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ থেকে ৫৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। আবার শীতেও প্রচণ্ড শীত। কনকনে ঠান্ডা। কখনো তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের নিচে।

এই পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে কুয়েত কাজ করছেন ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনাসদস্য।

বিশেষ করে অন্যান্য দেশ সঠিক ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় এখন গোটা দেশকে মাইনমুক্ত ও পুনগর্ঠনে গঠিত ছয়টি সেক্টরের নেতৃত্বেই রয়েছে বাংলাদেশি সেনা সদস্যরা।

মাইন অপসারণ কিংবা সাহসিকতার সাথে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়েই এখানে জীবন দিয়েছেন সেনাবাহিনীর ৭১ জন সদস্য।
Kuwait_Bangladesh_02
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন বাংলানিউজকে জানান,কুয়েতের জন্যে ৭১ জনের জীবনের আত্মত্যাগ কুয়েত সরকার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

আমাদের সেনাবাহিনীর দক্ষতা আর সাহসিকতার প্রশংসা আজ সবার মুখে। বাংলাদেশের সৈনিকরা বীর সেনানী। তারা লড়তে শিখেছে। তারা জীবনের পরোয়া করে না। এই প্রমাণ দিয়ে গেছেন এখানে শাহাদত বরণকারী সেনাবাহিনীর ৭১ সদস্য। যোগ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরআই

** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!
** ফেসবুক বন্ধ, খুললো জুতা!
** লেট বিমান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।