ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

থাইল্যান্ড

স্পেনে বাংলাদেশে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সেলিম আলম, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
স্পেনে বাংলাদেশে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সময় ‍২৭ অক্টোবর দেশটির রাজধানীর মাদ্রিদে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি এইচ এম রবিন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুনের পরিচালনায় সভায় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সবার সম্মতিতে জামাল উদ্দিন মনিরকে সভাপতি, কামরুজ্জামান সুন্দরকে সাধারণ সম্পাদক এবং মোজাম্মেল হক মাসুদ ও আসফাকুল হক চৌধুরীকে সহ সভাপতি ঘোষণা করা হয়।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন- কমিউনিটি ব্যক্তিত্ব খুরশেদ আলম মজুমদার, আবুল কালাম আজাদ, আখতার হোসেন আতা, আব্দুল কাইউম পঙ্কি, এ কে এম জহিরুল ইসলাম, জাকির হোসেন, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, মো. মানিক মিয়া, ড. দুলাল, সাংবাদিক শাহ জামাল, মিজানুর রহমান বিপ্লব, মমিনুল ইসলাম স্বাধীন, মিল্টন ভূঁইয়া কচি, আব্দুল কাইউম সেলিম, ফজলে এলাহী, ফয়জুর রহমান, লুৎফুর রহমান, রমিজ উদ্দিন, আবুল কাশেম মুকুল, কাজী কাশেম, ফখরুল হাসান, আবুল হাশেম, আয়ুব আলী সোহাগ, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ূন কবির রিগ্যান, আবু বক্কর, ফজর আলী নাদিম, আবুল হোসেন, তাপস দেবনাথ, সামিমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।