ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লন্ডন

স্বামীকে নিয়ে ভোট দিলেন টিউলিপ, দিলেন রুশনারা, রূপাও

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৫
স্বামীকে নিয়ে ভোট দিলেন টিউলিপ, দিলেন রুশনারা, রূপাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক।

বর্তমান এমপি রুশনারা বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিন ও বো, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ হ্যমস্ট্যাড ও কিলবার্ন এবং বিগত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী রূপা ইলিং সেন্ট্রাল ও এক্টন আসন থেকে  অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



রুশনারা নিজে তার নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় সময় সাশ্রয়ে আগেই পোস্টাল ভোটে ভোটাধিকার প্রয়োগ করলেও টিউলিপ স্বামী ক্রিস পার্সিকে সাথে নিয়ে নিজ এলাকার ভোট কেন্দ্রে সকালেই তার ভোট দেন। আর রূপাও সকালে নিজ ভোট কেন্দ্রে ভোট দেয়ার মাধ্যমেই শুরু করেন ভোট যুদ্ধের সর্বশেষ দিন।

ভোটাধিকার প্রয়োগের পর আলোচিত এই তিন প্রার্থীই প্রার্থী হিসেবে নিজে ও তাদের দল লেবার পার্টির বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ভোট দেয়া শেষেই তারা বেরিয়ে পড়েন অন্যান্য কেন্দ্র পরিদর্শনে।

এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসা যুক্তরাজ্যের ৫৬তম নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় এ ভোটগ্রহণ।

এবারের জাতীয় নির্বাচনে পাঁচ কোটি নিবন্ধিত ভোটার ৩ হাজার ৯শ’ ৭১ জন প্রার্থীর মধ্যে থেকে হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে পাঁচশ’ ৩৩টি আসনেরই প্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ডের জনগণ। বাকি আসনগুলোর ৫৯টিতে স্কটল্যান্ড, ৪০টিতে ওয়েলস ও ১৮টিতে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিনিধি নির্বাচিত হবেন।

এছাড়া একই দিন ৯ হাজারের বেশি কাউন্সিল আসনের প্রতিনিধিসহ বেলফোর্ড, কোপল্যান্ড, লাইসেস্টার, ম্যানসফিল্ড, মিডিলসবোরো ও টরবে’র মেয়র নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করবেন গ্রেট ব্রিটেনের। ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। শেষ সময়ের মধ্যে যেসকল ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, তাদের সবাই ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে ব্রিটিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

ভোটগ্রহণ শেষ হতেই শুরু হবে গণনা। গণনা শেষে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

যুক্তরাজ্যের এ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। তিন হেভিওয়েট নারী প্রার্থী- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীসহ ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এতে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ৭, ২০১৫
জেডএম

** ‘ব্রিটেন উইল বি রিওয়ার্ডেড উইথ পলিটিশিয়ান, লাইক শেখ মুজিব’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।