ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

সৌদি আরব

জেদ্দায় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে রহিম উল্লাহর মত বিনিময়

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
জেদ্দায় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে রহিম উল্লাহর মত বিনিময়

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজী রহিম উল্লাহর সাথে মত বিনিময় হয়েছে।

সম্প্রতি রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়া সৌদি আরব ওয়েস্ট জোন এর আয়োজনে জেদ্দার স্থানীয় একটি রেষ্টুরেন্টে মত বিনিময় হয়।



মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রহিম উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন, কিছুদিনের মধ্যেই তিনি সৌদি আরবে আসবেন। আমাদের শ্রমবাজার আগামী তিন মাসের মধ্যে খুলে যাবে।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পরিচালনা ও  সভাপতি চ্যানেল আই এর মক্কা প্রতিনিধি এম.ও.আই. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাভিশনের সৌদি আরব (পশ্চিমাঞ্চল) প্রতিনিধি সোহেল রানা, এসএটিভি প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, এনটিভির মক্কা প্রতিনিধি নাছের চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি সাজেদুল ইসলাম, আরটিভি প্রতিনিধি হানিস সরকার, বাংলাটিভি প্রতিনিধি এমদাদ, ইটিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ ও এশিয়া টিভি প্রতিনিধি সেলিম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।