ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাহরাইন

বাহরাইনে গাড়িচাপায় ও হার্ট অ্যাটাকে দুই বাংলাদেশির মৃত্যু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
বাহরাইনে গাড়িচাপায় ও হার্ট অ্যাটাকে দুই বাংলাদেশির মৃত্যু ছবি:সৌজন্যে- গালফ ডেইলি নিউজ

বাহরাইন: বাহরাইনে পৃথকভাবে প্রাইভেটকার চাপায় ও হার্ট অ্যাটাকে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এর মধ্যে বাহরাইনের উম আল হাসামে প্রাইভেটকারের চাপায় আবুল বাশার (৪৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।



বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল বাশারের বাড়ি কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবিদ মিয়া। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।

নিহতের সেন্ট্রাল পপুলেশন রেজিস্টার্ড (সিপিআর) নং-৬৭০৪৪৮৩৬২।

ঘটনার বিবরণে জানা যায়, আবুল বাশার প্রতিদিনের মতো উম আল হাসামে মহাসড়কের পাশে ফুটপাতে বসে শুকনো বাদাম বিক্রি করছিলেন। এমন সময় একটি প্রাইভেটকার পার্কিং করতে গিয়ে ব্রেক ফেল হয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল বাশার নিহত হন।

নিহতের লাশ সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, হার্ট অ্যাটাকে ফরিদ (৪৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জের দুধহালী গ্রামে। তার বাবার নাম জিহাদ। তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্টার্ড (সিপিআর) নং-৭১০৮৩১৮৯৭।

ফরিদের মরদেহ সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।