ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

নিউইয়র্ক

পিএসসি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফা চৌধুরী আর নেই

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, সেপ্টেম্বর ১৩, ২০১৪
পিএসসি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফা চৌধুরী আর নেই প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা চৌধুরী

নিউইয়র্ক: পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা চৌধুরী আর নেই।

গত শুক্রবার কানাডার টরেন্টোতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা চৌধুরী ১৯৪০ সালের ২৪ জানুয়ারি ফেনীর গুথোমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মরদেহ সেখানেই নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

তিনি ১৯৬৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।