bangla news

জেদ্দায় ফুয়েল ট্যাংক বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত

1119 |
আপডেট: ২০১৪-০৯-০২ ১০:৫৫:০০ এএম

সৌদি আরবের জেদ্দায় ফুয়েল ট্যাংকার বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজে মঙ্গলবার এই প্রাণহানির খবর প্রকাশ করা হয়।

ঢাকা: সৌদি আরবের জেদ্দায় ফুয়েল ট্যাংকার বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজে মঙ্গলবার এই প্রাণহানির খবর প্রকাশ করা হয়।

রোববার এ দুর্ঘটনা ঘটে জানিয়ে স্থানীয় সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্ণেল সাঈদ সারহান আরব নিউজকে জানান, ওয়েল ট্যাংকারটি যে ওয়ার্কশপে রাখা ছিলো বিস্ফোরণের তীব্রতায় ওই ওয়ার্কশপের ছাদ উড়ে যায়।

ধারণা করা হচ্ছে, ফুয়েল ট্যাংকারের পাশে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় ওয়েল্ডিং থেকে ছিটকে যাওয়া অগ্নিস্ফুলিঙ্গের কারণে বিস্ফোরিত হয় ট্যাংকারটি।

বিস্ফোরণের সময় ওই ওই ফুয়েল ট্যাংকারের ছাদে কাজ করছিলেন নিহত বাংলাদেশি শ্রমিক।এছাড়া এ ঘটনায় আহত হন অপর একজন।

পরে ওয়ার্কশপের ছাদ থেকে নিহত বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2014-09-02 10:55:00