ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

দুই সপ্তাহের মধ্যে ঘরে বসেই এমআরপি সেবা পাবেন প্রবাসীরা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
দুই সপ্তাহের মধ্যে ঘরে বসেই এমআরপি সেবা পাবেন প্রবাসীরা

রিয়াদ: আগামী দুই সপ্তাহের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ঘরে বসে করার সুযোগ পাবেন সৌদি আরব প্রবাসীরা।

মঙ্গলবার সন্ধ্যায় জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেটে মেশিন রিডাবল পাসপোর্টের (এমআরপি) আউট সোর্সিং প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে  স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এ কথা বলেন।



এ সময় তিনি সবাইকে ২০১৫ সালের ৩১ নভেম্বরের মধ্যে এমআরপির আওতায় আসার আহ্বানও জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য  রাখেন, কনসাল জেনারেল এ. কে. এম শহীদুল করিম, এমআরপি প্রজেক্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল মো. মাসুদ রেজওয়ান, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্টের মহাপরিচালক মো. আবদুল মাবুদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় জেদ্দার বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad