ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়া

মস্তিষ্কের ক্যান্সারে অকল্যান্ড প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
মস্তিষ্কের ক্যান্সারে অকল্যান্ড প্রবাসী বাংলাদেশির মৃত্যু রিফাত হাসান

নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে প্রবাসী বাংলাদেশি রিফাত হাসান ৪৬ বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান।

২০১২ সালের শেষ দিকে ওকল্যান্ড সিটি হাসপাতালের চিকিৎসকরা তার মস্তিষ্কে টিউমার আবিষ্কার করেন।

রিফাত হাসানের জন্ম ১৯৬৮ সালে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবনে প্রথমে বাংলাদেশে এএনজেড ব্যাংক ও পরে অস্ট্রেলিয়ায় একই ব্যাংকে চাকরি করেন রিফাত হাসান। অস্ট্রেলিয়ায় থাকাকালীন সময়ে মাইগ্রেশন নিয়ে ২০০২ সালে অকল্যান্ডে চলে যান তিনি।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী রানী আকলিমা ও দুই ছেলে অয়ন (১৪) ও অর্ণবকে (৫) রেখে গেছেন। রিফাত হাসানের মৃত্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।