ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ইকামা ট্রান্সফার আইন হচ্ছে শিগগির

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, মে ৪, ২০১৪
ইকামা ট্রান্সফার আইন হচ্ছে শিগগির

রিয়াদ: সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকরা বর্তমান নিয়োগ কর্তার অনুমতি ছাড়াই তাদের ইকামা ট্রান্সফার (ভিসা ঠিক রেখে কর্মস্থল পরিবর্তন) করতে পারবেন।

শুক্রবার স্থানীয় পত্রিকা আরবী দৈনিক আল মদীনায় এ খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।



সংবাদপত্রটি জানায়, সৌদি শ্রম মন্ত্রনালয় এই সিদ্ধান্তটি আগামী অল্প কয়েক মাসের মধ্যে কার্যকর করবে। তবে বর্তমান নিয়োগকর্তা পরিবর্তন করার জন্য ওই নিয়োগকর্তার সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ এবং চুক্তিতে থাকা শর্তাবলী পূরণ করেই ইকামা ট্রান্সফার করতে হবে।

শ্রম মন্ত্রনালয়ের এই সিদ্ধান্তের ফলে সৌদি এবং বিদেশি শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা সমানহারে বাড়বে পাশাপাশি তাদের কাজের দক্ষতা বৃদ্ধি এবং নতুন ক্ষেত্রও সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।