ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

মার্স ভাইরাসে সৌদিতে মৃতের সংখ্যা ১১১

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ৩, ২০১৪
মার্স ভাইরাসে সৌদিতে মৃতের সংখ্যা ১১১

রিয়াদ: মিডল ইস্ট রিস্পারেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে শনিরাব পর্যন্ত সৌদি আরবে ১১১ জন মারা গেছেন।

নতুন করে আরো ১৮ জনের মাঝে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সবশেষ মারা যাওয়া দু’জনের একজন ৬৯ বছর বয়সী নারী এবং অপরজন ২৫ বছর বয়সী পুরুষ। তারা গত ২৭ এপ্রিল যক্ষা ও রক্তস্বল্পতা নিয়ে মক্কা ও জেদ্দার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শনিবার ১৮ জনের মধ্যে এই রোগ শনাক্ত করা হয়েছে এবং শুক্রবার ৭ জন শনাক্ত হয়। ২০১২ সাল থেকে শনিবার পর্যন্ত ৩৯৬ জনের মধ্যে মার্স শনাক্ত করতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্বেগজনহারে বাড়ছে এই রোগে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত সৌদি আরবে দু’জন বাংলাদেশির মৃত্যু হয়।

রোগটি সম্পর্কে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সচেতন করতে রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট ইতিমধ্যে বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ৩, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad