ঢাকা: স্কুল অব লিডারশিপ ইউএসএ’র উদ্যোগে এবং দ্য ইনজাসটিস রিফর্ম নেটওয়ার্ক ইউএসএ ও লি-ওয়ে পিস অ্যান্ড হিউম্যান রাইটস নাইজেরিয়ার যৌথ সহায়তায় গ্লোবাল লেবার ডে সামিট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই আন্তর্জাতিক সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস অফিসার এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা শ্রমিকের ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মালিক-শ্রমিকের পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের ওপর নির্ভর করছে সার্বিক উন্নয়ন এবং আগামীর ইতিবাচক পরিবর্তন।
অনুষ্ঠানে স্কুল অব লিডারশিপের মিডিয়া সেলের পক্ষ থেকে বাংলাদেশের সংবাদকর্মীদের শ্রম অধিকার, কর্ম পরিবেশ, চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিক আমিনুল মজলিশ।
এতে সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গোলাম রাব্বানী নয়ন বাঙালী।
এসএমএকে/আরবি/জেএইচ