ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’র নামফলক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, মার্চ ২৭, ২০২৩
নিউ ইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’র নামফলক উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রাস্তা ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামকরণ করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) দুপুরে জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান রাস্তাটির নামফলক উন্মোচন করেন।

এসময় জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাবেক ও বর্তমান কর্মকর্তারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি কাউন্সিলম্যানদের সাধারণ সভায় ‘বাংলাদেশ স্ট্রিট’ নামকরণের সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

পরে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৩ রাস্তার নামকরণ করা হয় ‘বাংলাদেশ স্ট্রিট’।

নিউ ইয়র্ক সিটিতে আরও কয়েকটি রাস্তার নাম আছে বাংলাদেশি ইমিগ্র্যান্টদের নামে। যেমন ওজোন পার্কে মিজানুর রহমান ওয়ে, ব্রুকলিনে শাকিলা ইয়াসমিন ও নূরুল হক মিয়া ওয়ে। শাকিলা ইয়াসমিন এবং নূরুল হক মিয়া টুইন টাওয়ারে কাজ করার সময় ৯/১১’র সন্ত্রাসী আক্রমণে মারা যান।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।