ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সুপ্রীম কোর্ট আইনজীবী হুমায়ুন হোসেনের মৃত্যু

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

নিউইয়র্ক: বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন হোসেন খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজেউন)।

মঙ্গলবার নিউইয়র্কের একটি স্থানীয় হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, নিউইয়র্কের ওরেঞ্জ কাউন্টিতে মেয়ের বাসায় অবস্থানকালে নিমোনিয়ায় আক্রান্ত হলে তাকে স্থানীয় কর্নেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়ীয় গ্রামে।

মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ ওরেঞ্জ কাউন্টির কবরাস্থানে দাফন করার কথা।

মরহুমের বড় ছেলে বাংলাদেশ থেকে আসার পর তার মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে দুই সপ্তাহ আগে তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্র আসেন এবং নিউইয়র্কে বসবাসরত মেয়ের বাসায় অবস্থান করেন।

এদিকে টাঙ্গাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন হোসেন খানের মৃত্যুতে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানসহ প্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষে টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি হারুনুর রশীদ বাবলু ও সাধারণ সম্পাদক দেওয়ান বজলুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, এপিল ১৯, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।