মিথিলার অন্ধকারে শীতযাপনে শান্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১২:০১, জানুয়ারি ৩১, ২০২১
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

কালো পোশাকে উষ্ণতামাখা পোজে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছবি পোস্ট করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। শুয়ে উন্মুক্ত কাঁধ পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। 

ছবিতে রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি।’ 

বিনা মেকআপে অভিনেত্রীর আরও লাস্যময়ী রূপ প্রকাশিত হচ্ছে। সাহসী ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন নির্মাতা সৃজিতের স্ত্রী। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও অভিনেত্রীর কমেন্ট বক্স নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্যই খোলা রেখেছেন।

এর আগে সাহসী ছবি পোস্ট করে নেটিজেনের ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। সাইবার বুলিং নিয়ে দিন কয়েক আগেই সরব হয়েছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। বুলিংয়ের মুখে পড়ে সম্প্রতি ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে বন্ধ করে দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমকেআর


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান