
চট্টগ্রাম: আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেয়েছেন ৯ নেতা। এদের মধ্যে ৮ জন যুবলীগের মূল কমিটিতে এবং অপরজন কেন্দ্রীয় কমিটির সিসি মেম্বার হিসেবে স্থান পেয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি চট্টগ্রামের পটিয়ার সন্তান।
সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি চট্টগ্রামের আনোয়ারার সন্তান।
চট্টগ্রামের হাটহাজারীর সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আদিত্য নন্দী কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কৃষি ও সমবায় সম্পাদক মীর মো. মহিউদ্দিন নতুন কমিটিতে পেয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদকের পদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও সাতকানিয়া পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু যুবলীগের নতুন কমিটিতে সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
চট্টগ্রামের সন্তান মো. আব্দুর রহমান উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের সন্তান কায়কোবাদ ওসমান ও প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া নির্বাহী সদস্য পদ পেয়েছেন।
এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সিসি মেম্বার হিসেবে মনোনীত হয়েছেন মিরসরাইয়ের সন্তান নিয়াজ মোর্শেদ এলিট। কেন্দ্রীয় যুবলীগের সিসি মেম্বার হিসেবে রাখা হয়েছে ২১ জনকে।
যুবলীগের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাংলানিউজকে বলেন, নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে নেত্রীর আদেশ মেনে চলে, তার হাতকে শক্তিশালী করাই হবে মূল উদ্দেশ্যে।
নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল বাংলানিউজকে বলেন, দল ও দেশের জন্য কিছু করতে পারলে তখনই হবে পদ পাওয়ার স্বার্থকতা। দায়িত্ব যেহেতু পেয়েছি যুবলীগের জন্য কাজ করে এর প্রতিদান দেবো।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
জেইউ/এমআর/টিসি