
ঢাকা: যান্ত্রিক জীবনে ঈদ আসলেই একটু ঘুরতে বের হন রাজধানীর বাসিন্দারা। এবার ঈদ এসেছে ঠিকই, কিন্তু ঘরবন্দী মানুষ। করোনা ভাইরাসের কারণে সারাদেশে নিরানন্দভাবে অন্যরকম পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাই এবার ঈদুল আজহায় হাতিরঝিলে নেই মানুষের ভিড়।
তারপরও কিছু মানুষ প্রিয়জনকে নিয়ে হাতিরঝিলে বেড়াতে এসেছেন একটু প্রশান্তির আশায়। ঈদ আনন্দে প্রিয়জন সঙ্গে নিয়ে হাতিরঝিল লেক ঘুরে বেড়াচ্ছেন। হাতিরঝিলের ব্রিজ কিংবা সড়কের পাশে লেকের পারে প্রিয়জনের হাতে হাত রেখে কিংবা কাঁদে কাঁদ রেখে একটু প্রশান্তি খুঁজে পান তারা।
করোনা ভাইরাসের মধ্যেও লাখো মানুষ শেকড়ের টানে ঢাকা ছেড়েছেন। তাই ঈদের ছুটি ও করোনায় হাতিরঝিলে মানুষের আনাগোনা কম। তবে যারা ঈদুল আজহায় বাড়ি যাননি, শনিবার (১ আগস্ট) এমন কিছু মানুষের দেখা মিললো হাতিরঝিল লেকে।
বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হাতিরঝিল লেক ঘুরে দেখা যায়, খুব বেশি মানুষের আনাগোনা নেই। নেই ব্রিজে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা আড্ডার দৃশ্য। নেই লেকের পাড়ে বসে তরুণ-তরুণীদের আড্ডা। হাতিরঝিলের রেস্টুরেন্টগুলোও ফাঁকা। রেস্টুরেন্টে পরিবার পরিজন, স্ত্রী সন্তান নিয়ে খাবার-দাবারের ব্যস্ততাও নেই।
দিও অন্য সময়ে কিংবা ছুটির দিনে হাতিঝিলে থাকে উপচে পড়া ভিড়। হাতিরঝিলের ব্রিজে অল্প কয়েকজন মানুষের দেখা মিললো। তেমনি একজন তরুণ সুফিয়ান আহমেদ। ঈদে বাড়ি যাননি, তাই স্বাস্থ্যবিধি মেনে বান্ধবীকে নিয়ে হাতিরঝিল ঘুরতে এসেছেন বলে জানান। দু’জনকেই অবশ্য মাস্ক পরতে দেখা গেছে। কথা বলার এক পর্যায়ে তিনি জানালেন, ঈদে যেহেতু বাড়ি যাইনি, তাই এখানে প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন তিনি।
মগবাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বন্ধুকে নিয়ে হাতিরঝিল ঘুরতে এসেছেন। তিনি বলেন, মন একটু চাঙা করতে ঘুরতে আসেছি। আমি আগে প্রতি সপ্তাহে হাতিরঝিল ঘুরতে আসতাম, এখানে মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু করোনা কারণে হাতিরঝিল ফাঁকা। তাই আনন্দও একটু কম।
স্বাভাবিক সময়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ায়, কিন্তু মানুষের আনাগোনা লেগে থাকে হাতিরঝিলে। কিন্তু করোনা ভাইরাসের কারণে ও ঈদে ঢাকা ফাঁকা থাকায় হাতিরঝিলও তার প্রাণ হারিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষ ঘুরতে বের হলে হাতিরঝিলও তার প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছেন ঈদের ফাঁকা সময়ে ঘুরতে আসা দর্শনার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
টিএম/আরআইএস/