ঢাকা: বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি বলেছেন, জাতি মহান দেশপ্রেমিক সিরাজ সিকদার হত্যার বিচার চায়। স্বাধীনতা পরবর্তী ৭২-৭৫’এর সরকার বিরোধী দলকে ধ্বংস করতে যে রক্ষীবাহিনী সৃষ্টি করেছিল, তাদেরই প্রথম আলোচিত ক্রসফায়ার ছিল সিরাজ সিকদারকে হত্যা। রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার যে সংস্কৃতি সে সময় চালু হয়েছিল, বর্তমান সরকার তা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে হলে দেশপ্রেমিক সিরাজ সিকদারের হত্যার বিচার করতে হবে।
সোমবার সকালে দলের কার্যালয়ে সিরাজ সিকদারের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
দলের নগর সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান শামিমের পরিচালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমান চৌধুরী টিটো, জাতীয় শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শেখ নাসির, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের আহ্বায়ক এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মহিলা ন্যাপের যুগ্ম সমন্বয়কারী হামিদা খাতুন শেলী, নগর সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক সুবেদ আলী ফকির, আমিনা খাতুন মনি, সৌরভ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১২