ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে ২ হাজার জন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২১:৫৬, জুলাই ২২, ২০১৯
বাংলাদেশ ও ভারতের পতাকা

বাংলাদেশ ও ভারতের পতাকা

ঢাকা: মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য এবছর উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এক হাজার করে মোট দুই হাজার ‍শিক্ষার্থীকে দেওয়া হবে ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা পাবেন।

ভারত সরকার বিগত পাঁচ বছরে ১০ হাজার বৃত্তি দিয়েছে। ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

এ বিষয়ক বিজ্ঞাপনটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd) এবং ২১ জুলাই, ২০১৯ স্থানীয় ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

আবেদনকারীদের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে ২২ আগস্ট, ২০১৯ এর আগে সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এএ 


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান