
কায়রো: জাতিসংঘের পরমাণু শক্তি কমিশন আইএইএ’র সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর জন্য তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করতেও রাজি আছেন বলে জানিয়েছেন।
আল বারাদি মিশরের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী।
আল বারাদির কার্যালয় থেকে রোববার জানানো হয়েছে, মিশরের ক্ষমতাসীন সামরিক সুপ্রিম কাউন্সিল যদি তাকে দেশের অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় তাহলে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না।
আল বারাদি বলেছেন, ‘সুপ্রিম কাউন্সিল তাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুরোধ জানালে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন না।’
গত শনিবার কাউন্সিলের প্রধানের সঙ্গে তিনি দেখা করেছেন বলে জানা গেছে।
তাহরির স্কয়ারে সমবেত সরকারবিরোধী বিক্ষোভকারীদের অনেকে মিশরের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আল বারাদির নাম প্রস্তাব করেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সব পক্ষের প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সরকারের পক্ষে আন্দোলনকারী দেশের যুবসমাজ এবং সব রাজনৈতিক দলের দাবির প্রতি তার সমর্থন রয়েছে।
গত সপ্তাহ থেকে মিশরে সামরিক শাসন বিরোধী বিক্ষোভের কারণে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী সোমবার অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়েছে।
মন্ত্রিসভা ভেঙে দিয়েছে সেনাবাহিনী। নতুন প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করেছে কিন্তু বিক্ষোভকারীরা এই প্রধানমন্ত্রীকে মানছে না। আর এর প্রেক্ষিতেই এমন প্রস্তাব দিলেন আল বারাদি।
গত ফেব্রুয়ারিতে গণআন্দোলনের মুখে দেশটির একনায়ক প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হয়েছেন। এর পরই দ্রুত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী।
কিন্তু সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে না পারায় জনগণ আবার তাহরির স্কয়ারে জড়ো হয়েছে। বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা।
রোববার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কামাল জানজুরির নিয়োগের প্রতিবাদে বিক্ষোভকারীরা পার্লামেন্ট এবং মন্ত্রণালয় ভবনের উদ্দেশে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।
এ সময় পুলিশের গাড়ি উঠে গেলে আহমেদ সাইদ সরোয়ার নামের একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
অন্তর্বতীকালীন মন্ত্রিপরিষদ এই মৃতুর ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে দু:খ প্রকাশ করেছে। কিন্তু একই সঙ্গে পুলিশের ওপর পেট্রোলবোমা নিক্ষেপের জন্য বিক্ষোভকারীদের দায়ী করে বিবৃতি দিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১